সাতক্ষীরা প্রতিনিধি:
প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে আশাশুনির তিন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/১ পোল্ডার সংলগ্ন এলাকায় প্রায় ১০০ ফুট বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এতে কুড়িকাউনিয়া, শ্রীপুর ও বৃষ্টিনন্দন গ্রামের প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ শতাধিক পরিবার।
অন্যদিকে তালা উপজেলার টিআরএমের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার বিকালে জোয়ারের পানির চাপে টিআরএমের সংযোগ খালের বাঁধ ভেঙে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বাঁধটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে বলে জানা গেছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, বারবার বলা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরো জানান, তিনটি গ্রামের প্রায় ১ হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ শতাধিক পরিবার।
সান নিউজ/সালি