আহমেদ রাজু
একাই জার্মান নাৎসী বাহিনীর ২৫ সৈন্যকে বন্দি করেন সিমোন সেগুইন। সিমোন একজন নারী যোদ্ধা। তিনি ফ্রান্সের পক্ষে জার্মান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তখন তার বয়স ছিলো মাত্র ১৭।
১৯৪২ সালে সিমোন যোগ দেন বিশ্বযুদ্ধে। যুদ্ধে যাবার আগে তিনি এক জার্মান নারী সৈনিকের বাইসাইকেল চুরি করেন। সেই সাইকেলে ঘুরে ঘুরে জার্মান সৈন্যদের গোপন খবর সংগ্রহ করতেন। একটি সাবমেশিন গান নিয়ে তিনি যুদ্ধ করেন।পরে তাকে লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়।
১৯৪৪ সালের আগস্ট। নাজি বাহিনীর বিরুদ্ধে অপারেশন চালাচ্ছেন সিমোন। সেই অপারেশনের ছবি তোলেন মার্কিন ফটোগ্রাফার রবার্ট ক্যাপা। সিমোনের যুদ্ধের ছবি প্রকাশিত হয় লাইফ ম্যাগাজিনে। ব্যাপক আলোচিত হয় সে ছবি।
যুদ্ধ শেষে তিনি শিশুদের সেবিকা হিসেবে কাজ করতেন।
বর্তমানে সিমোন। বয়স ৯৫।
সিমোনের জন্ম ১৯২৫ সালের ৩ অক্টোবর। তার প্রকৃত নাম নিকোল মিনেত। তার বয়স এখন ৯৫। থাকেন প্যারিসে।
তার বাবা প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন। যুদ্ধে যেতে তার বাবাই তাকে অনুপ্রাণিত করেছিলেন।
সান নিউজ/এম-২