স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন।
৭ এপ্রিল মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, গত রাতে আমরা আমাদের দ্বিতীয় ছেলে সন্তানকে পেয়েছি। তাকে পেয়ে আমরা আনন্দিত। দয়া করে সবাই তার জন্য দোয়া করবেন।
এছাড়া সঙ্গে একটি দোয়াও লিখেন তিনি। যার অর্থ হলো, 'হে আল্লাহ, আমরা তাদের সামনে তোমায় স্থান দিয়েছি এবং তোমার কাছে সকল ক্ষতি হতে পানাহ চাই।'
এর আগে মঙ্গলবার দুপুরে নিজের দ্বিতীয় সন্তান আগমনের সম্ভাবনার কথা জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
একইদিনে দুটি সুখবর দিলেন দেশের দুই টাইগার ক্রিকেটার।
সান নিউজ/সালি