নিজস্ব প্রতিবেদন:
বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর। রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির আলোকচ্ছটায় মুজিব উদ্বোধন হয় বহুল প্রত্যাশিত এই আয়োজনেল।
এসময় বর্ণিল এই আতশবাজি উপভোগ করেন আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং রাজধানীবাসী।
রাত ৮টায় সারাদেশে একযোগে আতশবাজি ও ফানুস উত্তোলন হয়। এছাড়া আওয়ামী লীগের উদ্যোগে আতশবাজি করা হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর, ধানমণ্ডি রবীন্দ্র সরোবর, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়, হাতিরঝিল, টিএসসি এবং জাতীয় সংসদ ভবন এলাকায় ।
এছাড়া, রাত ৮টার পর থেকে সব ইলেকট্রনিক মিডিয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অনুষ্ঠান একযোগে প্রচারিত হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তা পাঠিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমান। সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সেই ভিডিও বার্তা প্রচার করা হয়।
আজকের মূল উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো জাতীয় প্যারেড গ্রাউন্ডে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিদের সেখানে উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে সভা-সমাবেশ বাতিল করে মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।