নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর লকডাউন। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গণপরিবহনে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
লকডাউনের কারনে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না যাত্রীবাহী পরিবহন, যার কারনে ঢাকায় কর্মরত অফিসগামীদের বেশ বিপাকে পরতে হচ্ছে। চাকরি বাঁচাতে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেও সময়মত অফিস ধরতে পারছেন না অনেকেই। ফলে বাড়ছে চাকরি হারানোর ঝুঁকি।
অফিস শেষে বাড়ি ফেরার সময়ও কর্মজীবীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। ঢাকায় কর্মরত আফজাল হোসেন বলেন ''সারা মাস চাকরি করে যে কয় টাকা পাই, তার সবটাই চলে যাচ্ছে যাতায়াত খরচে। কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতেছিনা!''
গাবতলী-আমিনবাজার এলাকা ঘুরে দেখা যায় আমিনবাজারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে ঢাকাগামী গণপরিবহনকে ঘুরিয়ে দিচ্ছে। গাড়ি চলতে না দেওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাতায়াত করছেন। সাধারণ মানুষের কথা না ভেবে হঠাৎ লকড ডাউন আরোপ করায় জনমনে দেখা দিচ্ছে অসন্তোষ ও ক্ষোভ।
গণপরিবহন সংকটের কারনে গাদাগাদি করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে সাধারণ জনগণ, আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহন শ্রমিকেরা।
লকডাউনের মাঝে প্রশাসনের চোখের সামনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও প্রশাসন অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জন। মৃত্যুবরণ করেছিল ৮৫ জন। একদিনে নতুন শনাক্তের দিক দিয়ে এই সংখ্যা গত ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি।
সান নিউজ/ এমএইএচআর